আশঙ্কা ছিলো বলে--
সত্যি হতে হবে এমন তো নয়
পারলে এভাবে এখনও নিজের ছায়ার দৈর্ঘ্য বাড়িয়ে নিতে!
ভেবে দেখো এক এক করে বছরের পর বছর--
নয় নয় করে কতটা কেটেছে সময়?
কী এমন হতো বলতে পারো?
বড় জোর জিরজিরে কিছু কথা বিনিময়।
তাই বলে উল্টো রথে চেপে--
ঘুরে নিলে অকল্প অদেখা স্থান!
এর থেকে বেশী আর কী বা বলতে পারি-সিদ্ধান্ত তোমার।
তবু জানার জিজ্ঞাসায় যা কিছু পেলাম তা যদি সত্যি হয়
তাহলে বোধহয় এ দায়টুকু অনায়াসে এড়ানো যেতো
যাক তবু স্বর্ণাক্ষরে খচিত হলো এ হেন স্বীকার্য বিষয়।
থাকতে পারো,হাঁ তুমি থাকতে পারো একেবারে স্বকীয় তোমারই মতো।
-----------------------------------------
২০/৫/২৩-অবুঝ মন -