তুমিও তো বলবে
--------------------------------------------
যেভাবে অভাবের তাড়নায় তুমিও ভুগছো সেভাবে আমিও---
ঝরা পাতা কুড়োনো নয় কোনো সোজা কাজ যদিও
খোঁজ নিয়ে জেনে দেখো বদলের ইতিহাস ক'জন বা চেয়েছে?
তাপ পেলে তবে তো বরফ টা গলবে,না কী শুধু দরাজের রেওয়াজ টা চলবে?
তুমি যা চাইছো হয়তো বা সত্যি তবু কিছু তছনছ সংশয় জেগে রয়
তুমি ও তো বলবে ও চাঁদ সামলাও দেখো কে সামনে দাঁড়িয়ে
এখনও যে খিড়কির দরজায় দারোয়ান!ভেবে দেখো ওনি কে?
সিগন্যাল ছাড়িয়ে যাতায়াত কতটা স্বাভাবিক?
দায়ভার কিছু তো রয়ে যায়,ওই দেখো কেমনে দিন দিন পাথরটা খইছে --
এরপরে জাগরণ আলোড়ন তুলবে কতটুকু--কিভাবে--সহজে?
মাটি যদি খাঁটি হয় কম নয় শিকড়ের দামও, তুমিও তো বলবে
ওই কে স্বপ্নে হাতে হাত রেখে যে সারা রাত জাগছে?
হয়তো বা লাগছে চিক চিক মায়া রোদ গল্পটা শুনতে
কথা শুধু কথা নয় এ কথা ও সত্য তুমি তো বলবে
শিরশির আরামে ছুঁয়ে দেখো একবার তবে তো বুঝবে নয় কোন কাগজের নৌকা
তা নয় নীরবে চাপা শোক অতীতের ছোঁয়াচে রোগ ভারী একা একা বুনছো --
--------------------------------------------
২৮/১১/২৩-অবুঝ মন -