তুমি তো চাঁদের আলো বাসতে ভালো
তুমি তো বৃন্দাবনের বাঁশির আলো
তুমি তো ঢেউ লহরী বৃষ্টি মেয়ে
তুমি তো মুখের দিকে থাকতে চেয়ে
তুমি তো বৃন্দাবনের ফুলের সারি
তুমি তো করতে তখন মারামারি
তুমি তো মুছিয়ে দিতে মেঘের কাঁড়ি
তুমি ও পুততে পারো পেরেকটা ঠিক!
তাকিয়ে দেখলে না তো হিসাব বেটিক--
--------------------------------------
২৪/৭/২৩-অবুঝ মন