তুমি জ্বালালে যে প্রদীপ সেখানেও তমসা
অন্ধের মোহ জাগে এখনও--সহসা
অথচ আলো চাই,আলো চাই চিৎকার সারাক্ষণ!
তুমি তো আগামীর মুক্তির প্রেরণা
ওই দেখো তাবাটা জ্বলছে,বসারও লোক নেই
অথচ বোকা মন ভুল চুক শক্তির উৎস!
তুমি তো সুনামী---ছায়া যোগ হৃদয়ের
তবু দেখি অনায়াস চোরাস্রোত কতকিছু ভাঙছে
এই না কী উৎস সংসার দোটানার!তঞ্চক লেলিহান শুধু বিষ অস্থি কঙ্কাল
সহজে ভেসে যায় নিঃস্বের সম্বল----!
তুমি তো বলেছিলে ভাই আর ভগিনী তুলা রাশি তটিনী
অথচ কাঁচ ভাঙা আয়নার মচমচে মুল্লুক গিজগিজ বিকিনি!
গোলাপের সরগম,নূপুরের কলতান,ঝম ঝম বৃষ্টি কোথায় আজ?
যাই হোক তবু চাই অস্থির প্রেম নয়
পিঞ্জর ভরা থাক নির্বোধ ছায়াপথ,ধোঁয়া হীন গঙ্গা
সুস্থির ভরা ওম গৃহ কোণ পালকের বিন্নাস তুমি যা---
-------------------------------------------
১২/১/২৪-অবুঝ মন-