যেটুকু যা জমা আছে থাক বুকের গভীরে
যেটুকু যা ছায়া আছে থাক চোখের ভিতরে
যেটুকু যা প্রেম আছে থাক ঠোঁটের প্লাবনে
যেটুকু যা ঢেউ আছে থাক অবুঝ মননে
সবকিছু যায় কী পাওয়া এক জীবনে?

তুমি চাও আর না চাও-চাঁদ ঠিক চলছে নিয়ম মেনে
তার মানে এই নয় দুজনের এই পথ দুটি দিকে গেছে বেঁকে --
---------------------------------------------
-৭/১০/২৩-অবুঝ মন-