তুমি বলেছো বটে অকাল দূর্যোগ
তাই বলে এক লহমায় সবকিছু কী কেড়ে নেওয়া যায়?
যোগাযোগ সে তো ভিতরের ঘর
বাকি যে টুকু যা ভেবো না এতোটা স্বার্থপর
আসলে এমন এক জের! কজন বা আছে বসে না নড়েচড়ে?
দিশা খুঁজে ছুটে চলে চাঁদ জেনে রেখো এখনও মরেনি সে।
তুমি ভাবতে পারো হাহাকারের--এ আবার কেমন মড়ক বাতাস?
অথচ রাগ,অভিমান,চিটচিটে ভাব---এসবই আজ খবরে প্রকাশ!
কিন্তু জানছো না কেমনে পরিত্রাণ খুঁজে চলে চোর,ডাকাত,এ নন্দলাল--
--------------------------------------------- -১৯/৫/২৩-অবুঝ মন -