যাব বলে নামতে না নামতে
দুটো সিট ডাকলো চলে আয় চলে আয়
অভিপ্রায় বুঝতে দেরি যেন আর নয়
চালাচালি হয় হোক চুপচাপ
খোলসায় পাশাপাশি দুজনায়।
ঝাপসা ঝাপসা হলুদের খোয়া রঙ
পাইকারি দুনিয়ায় আবারও--
ক্ষমতায় কিভাবে ভাবছো?
ঝাপটের কব্জায় সির সির আরামের
নোনতা গন্ধ অবসাদ লাগলো বেশ তো।
এরপরে বলবে লজ্জায়-----
নীল সাদা রং খুঁজে চলবো আমরা?
পার্কের ধার ঘেঁষা সন্ধ্যায়
থৈ থৈ হুগলির টলমল সামলে
বাঁকা ঠোঁট কাঁপানোর চেষ্টায়
কপালে মুক্ত সূর্য উঠতে দেখব!
আরে ধ্যাত এ কেমন ধ্যাৎ ধেড়ে পুরনো--
কবেকার আষাঢ়ে বানানো গল্প?
বাসা সব ঠিকঠাক গোছানো থাকলে
ফিরে যেতে বাঁধা নেই কারো আর
আসলে তৃষ্ণার দেখভাল যতো হোক
ফেরি করা স্বপ্নে চেরা জিভ নীল বিষ ভর্তি।
-----------------------------------------
১/৫/২৪-অবুঝ মন