তেল মারা স্বভাবের প্রানীরা---
কতদিন গোপনে লুকিয়ে থাকবে কে জানে?
বসে বসে মালকড়ি টানলে
এরকম নির্জীব হতে হয় হয়তো
বিষমদ ঢালছে দিন দিন প্রতিদিন যেভাবে
তবু ওরা চুপচাপ চেয়ে চেয়ে দেখবে!
কিলবিল পোকাদের উৎসব!
ঘিন ঘিন মাতোয়ারা গন্ধে দশ দিক মো মো করছে!
এভাবে চলতে চলতে কোনদিন
বেশরম হায়না কি পারবে জিভে তার লাগামটা টানতে?
ঝেঁটিয়ে বিদায়ের পর্ব আসলে
একেবারে সাফ হবে জঞ্জাল সমাজের
তবে তাই হোক,মিলিত সংগ্ৰাম হাতিয়ার মানুষের।
-----------------------------------------
-২০/৫/২৪-অবুঝ মন -