কে-কোন পথ নিয়ে চলছে?
কে -সব দুপায়ে তে ডলছে?
মানুষ হয়ে বুঝবার---
কতটুকু ক্ষমতা আমাদের?
এই সবে দেখলাম নীল জল খলখলে ঝর্ণা
ক্ষণিকের অবসরে সেখানেই--
নেমে আসে কী করে রক্তিম বন্যা!
ধবধবে সাদা রঙ সব নয় মসৃণ মোলায়েম
গ্ৰহণের মতো দেখি চূড়ে ধস অনিবার নামছে!
কী করে পাড়াটা থাকে বলো শান্ত?
তবু না কী বলবো শীতলের ছায়া মেখে চলবো!
বদ রোগ বিষ ঝাড় সমূলে নির্মূল প্রয়োজন
তবে যদি ধরা যায় মোহময় আলোকের উৎসব।
---------------------------------------
-২৫/১১/২৪-অবুঝ মন -