এতোটা কাঙালপন
না হলে কী হতো না?
তুমি তো জানো
হিসাব মেলানো এতোটা সহজ নয়
সত্যি কী দরকার ছিলো--
সহজ পাঠ বুঝিয়ে দেওয়ার?
যাক যদি সামান্য বুঝে থাকে থাক
এক্ষণে হারানোর বেশি কিছু নেই
সেইতো পেয়ে গেছি--
এ ভাবার অবকাশ পেলাম কোথায়?
তবে বলতে পারো
প্রতিশ্রুতি সবসময় ফেলনা নয়
মায়াচর জেগে থাকে নিশ্চিন্ত আশ্রয়ে।
-----------------------------------------
২৫/৬/২৩-অবুঝ মন-