শকুনের দল গুলো যেভাবে রোজ রোজ নাচছে
মনে হয় আমাদের--তোমাদের বাঁচাবে?
দেখছো না কিভাবে নিজেদের দোষ গুলো ঢাকতে ব্যস্ত!
তপ্ত দামামা দঙ্গল--জঙ্গল হতে পারে ভালো কি সমাজের?
ভাষাবিদ হয়ে আর কী হবে?
প্রয়াগের যত ক্ষেত ভিটেমাটি গুষ্টি উচ্ছেদ!
ছোঁয়াচে ঝাঁঝালো ভাইরাস দিন দিন প্রতিদিন বাড়ছে।
এখুনি প্রয়োজন লাগামের,ছিঁটে ফোঁটা বৃষ্টি হলেও চলবে
এভাবে যদি ফোটে ঝিঙে ফুল কোনদিন
হয়তো একদিন জাগবেও সচেতন নাগরিক
দূর্বল কোষ গুলো মরতে মরতে
ততদিন সবশেষ কালঘাম নিঃশ্বেস
মনে রেখো ঝলসানো আগুনের তেজটা
ধাতুগুলো জানে সব মর্মে মর্মে
দেখবে পালানোর কোন আর পথ নেই
বেয়াদব বেশরম দম্ভ ধরা ঠিক পড়বেই পড়বে
ভাবছেন এ কেমন মুশকিল আসান এর গল্প?
ঠিক তাই নৌকার ফুটো গুলো উজ্জ্বল হচ্ছে ক্রমশঃ ---
------------------------------------------
৮/৫/২৪-অবুঝ মন -