আজ শ্রাবণে পড়লো মনে
হারমনির এক গানে
ভীষণ প্লাবন টেনে
বলেছিল দেখা হবে,কথা হবে
নিরালা এক কোণে।
স্বপ্ন ঘোরের বিদায় হতে
সাল্টে নিল নিজের সাথে
বলল এবার বন্দী সে নয়
কাজ নেই আর চোখের তারায়
এইতো বিকেল বেলা-মায়া চরের খেলা।
দাও ভাসিয়ে এবার তুমি
একটি কাগজ ভেলা
সূর্য ডোবার পালা।
-----------------------------------------১৩/৮/২৩-অবুঝ মন -