তখন যদি
----------------------------------
উড়ুউড়ু উড়ছে যতো পথের ধুলো
বাড়ছে ততই হোঁকর হোঁকর
খয়ের খেকো ময়লা গুলো!
খালি চোখে হোক না যতোই যায় না দেখা
জানবে কবে বেশরমের খাতার পাতায়--
চিরদিনের নামটি কাদের হচ্ছে লেখা?
এরপরেও ভাগ্যলিপির দোহাই মেগে যায় কি চলা?
কানকাটা রাজ হলেও বা কী--
কে না বোঝে জালমশালা ছলকুশলীর ছন্নছাড়া ছলাকলা?
দমবন্ধ মেঘ মুশলের এই পরিবেশ
থাকলে পরে আশেপাশে
সূর্য শেখর উঠবে কি আর ঝলমলিয়ে পুব আকাশে?
করাত কলের মতো করে ফাটল গুলো উঠবে জেগে
তখন যদি নিবারণের এই নামটি মলম খুঁজে
চোখের খাঁজে একটুখানি যায় জড়িয়ে কী বা ক্ষতি?
----------------------------------------
৪/১/২৫-অবুঝ মন -