যে গান শুনবো বলে ফিরে আসা
স্রোতের সে টান আজ ভাসা ভাসা
কোকিলের চোখে লেগে ফতুর নেশা!
যে বাগান খুঁজে পেতে হাঁটাচলা
সেখানেও ছেয়ে গেছে ঘুনপোকা!
নির্বাক বাঁকা চাঁদ নিশিদিন
কিভাবে--কতদিন এভাবে করবে দেখা?
থাক তবে দুস্তর পারাবার
যদি কখনও--কোন দিন রূপগঞ্জ পিছুটান
জ্বলে ওঠে দূতিময় জোছনায়।
-------------------------------------------
৮/৯/২৩-অবুঝ মন-