সাগর যদি আসতো ছুটে
মূল কিনারে ডুব দিতে
চাঁদও তেমন সে মোহনায়
দিতো তখন বুকটা পেতে।
কিন্তু কোথায় বাঁধা আছে
কে বা জানে?
হতো যদি নিয়ম মেনে
পথ চলাটা সময় জ্ঞানে।
ফুরিয়ে যাওয়া ঢেউয়ের স্রোতে
যা কিছু পাবে
অপেক্ষার ওই প্রহর গুলো
মনে কি আর রবে?
বৃষ্টি ভেজা প্রহর জেগে
থাক তবে খাঁচার পাখি পরম সুখে।
--------------------------------------
২৪/৪/২৩-অবুঝ মন -