রক্ত খাওয়া শেষ না করে
আবার শুরু লুটের পালা!
আর কত দিন চলবে এমন
ছকভাঙা সব নিয়ম ভাঙার খেলা?
যা পেয়েছিস কমটা কিসের?
সেটাই নিয়ে থাক না তোরা
কেন তোদের পেটের ভেতর জমছে এতো--
এতো এতো হাঙর ক্ষুধা?
এই যে সময় থাকবে কী আর কালের স্রোতে?
দেখবে চেয়ে দিনবদলের পালা এলে
সরসে ক্ষেতের খামার জুড়ে কখন কী যে হয়
থাক পৃথিবী আমার আপন--
ঘুচাও আঁধার এই আলোতে মন মজিয়ে--
------------------------------------
-১২/৭/২৩-অবুঝ মন -