কী বলবো বলো?
নিজেই নিজেকে রাখলে দূরে
রসনা বিলাস এভাবে কখনো হয় কী পূরন?
অথচ ভেবে দেখো নির্জন মাদলের কেমন ছিলো পূর্ণ সমর্থন।
দেখতে চাইছো চাঁদের ঝিলমিল তরঙ্গ
ছুতমার্গের কবলে এবং,বরং,কিন্তু,সুতরাং
এবার ভাবো মৌসুমী না মন্বন্তর--
কার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি?
থাক আজ তবে এটুকুই থাক
যদি কখনো জাগরণ মঞ্চের কেন্দ্রবিন্দু মনে করো
ফাগুনের মোহনা হতে একটুও আপত্তি নেই।
------------------------------------------
-১৯/৪/২৩-অবুঝ মন-