কেমন করে--কী যে হলো--
জানে বা ক'জনে?
কে বা খোঁজে--ভুলে থাকার--
নতুন কোন মানে?
স্তব্দ শহর--স্তব্দ নদী--
ওই সাগরের কূলে!
প্রয়োজনের--নিরিখ বুঝে--
থাকা কী যায় ভুলে?
বাঁধা আছে--নতুন তো নয়--
অনেক কালের চেনা
তবু সবই--খোলা পড়ে--
শুধু নিমন্ত্রণে মানা
তাকিয়ে দেখো রূপোলী চাঁদ--
আজও কেমন--চায় যে দিতে ধরা
উছল স্রোত নাই বা হলে--যেতো না কি--
একটু নাড়াচাড়া?
--------------------------------
-২০/৬/২৩-অবুঝ মন -