ফেরেববাজি গল্পগুলো যখন তখন আনলে পরে
সত্যি কি আর আগের মতো বিকোয় দরে?
যা জানবার যা বুঝবার মানুষ সবই জেনে গেছে
লুটতরাজের এই দুনিয়ায় এর চেয়ে বেশি আর কি আছে?
বাহুবল আর রাহাজানি কি নেই তাতে বলতে পারো?
এইতো সবে ক'দিন হলো তাতেই এতো পাহাড় গড়!
সাঙ্গ হলে ভজন পূজন
বেহিসাবি নাচন কোদন মনের থেকে মানবে কজন?
ফানুস বোঝাই বাক্সগুলো আর কতদিন ভাসবে বলো
হোক তা যতোই কয়লা কালো ওই দেখো ওই--
জাগরনের দীপ্ত শিখা চতুর্দিকে ঢালছে আলো।
------------------------------------------
১৬/৫/২৪-অবুঝ মন -