তাকিয়ে দেখো
-----------------------------
ইচ্ছে হলেই ফিরতে পারো
শিকড় যেথা বাঁধা আছে
ইচ্ছে হলেই বলতে পারো
বসো দেখি ধারে কাছে।

ইচ্ছে হলেই মিশতে পারো
সঙ্গি তোমার যেমন ছিলো
ইচ্ছে হলেই বলতে পারো
বিদায় নেওয়ার সময় হলো।

ইচ্ছে খুশির এমন নেশায়
ভাবতে ও পারো ক্ষুদিরাম
ইচ্ছে নদীর উজান তীরে
তাকিয়ে দেখো রক্তে লেখা কার নাম ?
------------------------------------

                  এবার বলো-
কত না বলা গল্পগুলো আজ ঘুমিয়ে পড়েছে
কত না বলা ইচ্ছেগুলো আজ কবরে মিশেছে
কেন জানো কী?শুধু তুমি নেই বলে।
দেখা যে হওয়ার ছিলো সে তো মাজেল্যান গিয়েছে বলে
কথাও হওয়ার ছিলো শুধু তুমি চাইলেই
তাই তো আজও-----
এ তপ্ত মরুতে মেঘ দেখলে দুচোখ ভরে ওঠে জল ছবিতে
এবার বলো নুন্যতম ভরসার,দায়িত্ব কাঁধে নিতে তুমি পারবে কি না?
---------------------------------------
-৩১/১০/২৩-অবুঝ মন -