অচেনা এক কালের ভীড়ে
যখন দেখি হারিয়ে গেছি
তখন ও আস্তে পারে
খেলাপ খেলার উড়ো চিঠি!

তবুও কেমন--
নির্বোধ এক বেহাগ স্রোতে
ফতুর নেশা বসলো চেপে‌!

কল্প লোকের গল্প মতো
ভুয়ো ফুল ও ইচ্ছেমত
নিজের প্রসার বাড়িয়ে নিলো!

রইলো পড়ে ভাঙা খাঁচার
অনাহুত বেসামাল এক ঋণের বোঝা।
----------------------------------
-৪/১/২৫-অবুঝ মন -