কতটা ফতুর হলে
পবিত্র নগরে
দরদাম হাঁকিয়ে
শিকারীর মতো করে
ফাঁদ পাতা যায়?

উড়িয়ে আঁচল খানি
লকলকে জিভ টানি
মায়ামৃগ টুপ করে
গিলে নিতে হয়!

এর চেয়ে ভালো ছিলো
দগ্ধ আগুন জ্বেলে গৃহদাহ,
যতুগৃহ নির্মাণ শকুনির কৌশল।

অন্ততঃ এ যাত্রায় বেঁচে যেত
ঝলসানো ও চাঁদ
তা নয়,এ কেমন ভাবনার
যাঁতাকলে নিঃশ্বেস
হতে হয় সারাক্ষণ?

তুমি তো জানতে
নাগরিক সাধারণ
একেবারে সাধারণ,তবুও---
------------------------------------
-১৮/১১/২৩-অবুঝ মন -