ক্ষণিক সময় বাঁধন টাকে আলগা হতে দিলাম বলে--
দেখতে হবে বেশরমী তীব্র খিদে আগুন হ্রদের মারন কামড়?
এর চেয়ে ভালো বেশ তো ছিলো কালাজ্বরের স্মৃতির খোরাক পর্নমোচী ঘুমের বসত
বলতে পারো হঠাৎ করে ফুলের সুবাস হারিয়ে ফেলে--
শামুকখোলের ঘৃণা ভরা তুষের মহল কুড়িয়ে নিয়ে লাভ কী হলো?
রিম ঝিম ঝিম বর্ষা মুখর বৃষ্টি ভেজা উঠোন খানি দুভাগ হলো!
ঠোঁটের ডগার শিশির ভেজা ঘাসের প্রলেপ শুকিয়ে গেলো
চ্যাট চ্যাটে রং চটকদারি--হানাদারি বিষাক্ত নখ বর্গি মহল জন্ম নিলো!
ছদ্মবেশী সুপর্ণাকার আগুন খেকো লক লকে জিভ ঘৃণ্য চোয়াল বেরিয়ে এলো!
তবু ও দেখো আগলে রাখা চাঁদের বুকে--
নিয়ন আলো বাইছে কেমন সুখের তরী সহজ স্রোতে
পারবে তুমি কৃতকর্মে এক জনমে এমন করে নিঃস্ব হয়ে উর্বরা ঢেউ জড়িয়ে নিতে?
জেনে রেখো আমার সফর এমন করে কিনতে পারে সোনার ফসল পাথর বাটি।
--------------------------------------------
১১/৭/২৪-অবুঝ মন -