যদিও এখনো আছে খোলা স্বস্তির দরবার সাইবার
তবু কেন প্রশ্ন নাগপাশে বন্দির মাপকাঠি--কতটা কে জানে?
যতটা এগোনো, ভেবে দেখো সে ও কিছু কম নয়
অথচ শুধু শুধু কাঁধে নেওয়া বিশ মন বোঝা ভার!
হয়তো গোলযোগ ফড়িংয়ের তড়পা সাময়িক বাঁধতো
তবুও চুপচাপ নিভৃতে নীরবে এতোটাই মেনে নেওয়া সহজে?
দেখো চেয়ে ফন্দির ফিকিরি লতানো উজ্জ্বল ময়না
ফুড়ুৎ এর বায়নায় সাঁই সাঁই উপরে উড়ছে ডানা মেলে কেমনে!
এরপরও চাও কী মজবুর ভাঙচুর হয় হোক-তিলে তিলে গড়ে তোলা আবাসন?
---------------------------------------------
১৩/১২/২৩-অবুঝ মন -