তবুও তো মানবে
-------------------------------------
এমন ও হতে পারে খবরে পড়তাম,জানতাম
দেখিনি তা কখনও চোখেতে
ভোগ তো করে সবাই কর্মের ফলটা অতি সহজেই
দুষমন দূর্যণ চিনে নিতে কতক্ষণ লাগবে?
তুমিও তো কম না ওরাও যা ভাবছে
তাকিয়ে কী দেখেছো ঘৃণা কত লুকিয়ে ও চোখের গভীরে?
তাই তো এ ব্যবহার সুযোগের
ওরা যদি ভালো থাকে থাক না,তুমি না বিপরীতে দাঁড়িয়ে
দেখো চেয়ে কালো মেঘ কতদূর ধেয়ে যায় এ পথে?
তবুও তো মানবে সুবিধা টা নিয়ে ওরা ভালো আছে পৃথিবীর বুকেতে
হয়তো বা সম্বল নিঃস্ব হলেও করবার কী আছে?
পাতা ঝরা দিনেতে সাদা পাতা ঘুমিয়ে থাক না --
বলতে তো পারবে মঙ্গল উভয়ের
আর কী বড় জোর দেখবে খসে পড়া তারাদের বসবাস কেমনে-
---------------------------------------------
৬/১১/২৩-অবুঝ মন -