এই যে এতো সারি সারি আসছে ধেয়ে কালো ধোঁয়া!
না হয় আরো ডুবে যাবো অন্ধকারের ধূসর চূড়ায়
তবুও তো জানা গেলো ঘৃণা ভরা ছদ্মবেশের অভিলাষা
কেমন করে পূর্ণ করে নিজের ভাঁড়ার
পুষিয়ে নেওয়ার হিসাব খাতায় তুলে রেখো তারিখ গুলো
এমনি করে সাজিয়ে দেবো এই উপহার,
মাথার ঘামের সকল ফসল অন্ধ মোহের অট্টালিকায়
কী আর হবে--পদ্ম পাতার জলের মতো থাকবো ভেসে জীবদ্দশায়
ঘুচে যাবে কাগজ ফুলের নৌকা দেখা চোখের তারায়।
--------------
কেমন করে বুঝবে
--------
ধাপ্পাবাজি ধান্দাবাজে শহর গেছে ভরে
টাকার খেলায় মত্ত কোয়েল কী না করতে পারে?
যেথায় সেথায় ফোঁকর খুঁজে চুষছে চিনির দানা
সুযোগ বুঝে মুচকি মোচড় আল্লাদে আটখানা!
যে শহরে ঘটছে এমন নামছে মেঘের ঢল
কেমন করে বুঝবে চাঁদ ঘুরছে ফিরছে বেহায়াপনার দল?
--------------------------------------
২/১২/২৩-অবুঝ মন -