তীব্র বুক ভেদী শব্দ যোজনে
বারুদের আগুনে
ছায়া জল আশ্রয় চাইলে কী হয়?
কে ভেঙেছে বেড়া?কে ভাঙছে ঘর?
তা না খুঁজে
বেশতো একঘর চাপালেন দায়!
আমি তো জল,সাদা রঙ খুঁজে
এখনওও-- অচল
তবু ও ঝাপান-মুহু মুহু ঝড়!
বলতে পারো
অধিকার চাওয়াতে কে---কখন
হয়নি কখনো কৃপণ?
তুমি না আমি না হয়তো
ভেবেছো কি--
সার দিয়ে রয়েছে দাঁড়ায়ে কতজন?
কত বন পলাশের মায়া রোদ লেগে আছে গায়ে!
জানে ওই পাহাড়ি ঝর্নার খিলখিল জোছনা
অথচ বাছা হলো আগাছা ঠান্ডা লড়াইয়ের!
ক্ষতি নেই,জানি তো ব্যবহার হতে হয়,
কাউকে না কাউকে সমাজের শোধনে
তবু না ধংসের চিহ্ন বড় হোক কোথাও--।
-----------------------------------------
২৩/৪/২৪-অবুঝ মন -