কয়েকটা দিন নির্জলা উপবাসে --
আঁচড় না কাটা আভাস যোযনা কুড়িয়ে যেটুকু যা পেলাম
তাতে কতটুকু--আর কী বা হবে?দীন দরিদ্রের যেভাবে যা চলে--
অবশেষে বলবো বলবো করে বেলাশেষে
ভেসে ওঠে ফুলের সুগন্ধ সুবাস!
যাক ধার ঘেঁষে এভাবে যেটুকু পাওয়া যায় সেটুকু অনেক
জানি বাস্তব নিরিখ বদলানো এতোটা সহজ নয়।
যাপন চিত্রে হতে পারে ভিন্ন ভিন্ন ছাপছোপ কালো দাগ
তবু জেনো এখনও বেঁচে ভক্ত সুধাম।
-------------------------------------------১৭/৯/২৩-অবুঝ মন-