যেখানে পারাটা স্বাভাবিক নয়
সেখানে খাতিরের সদ্ভাব!
আর কত আছে বাকি আগুনের ধার?
পলকা বাতাস কী জানে কত ভঙ্গুর ওই চলাচল?
অথচ ভ্রমর আজওও---
তুমি তুমি করে সম্পর্কের সারল্য খুঁজে মরে।
তবু জেনে রেখো,খুনের রেখা ধরে করো যদি খেলা
থাক তবে পড়ে খোলা জানালার এ বিকেল বেলা
হেলায় তলিয়ে গেলে অবশেষ কী থাকে বলো?
কত সোনালী ফসল চুরমার হতে দেখেছে যে অজস্রবার
তার কাছে এটুকু তো ভীষণ সামান্য।
অনেক তো হলো খেলা খেলা উৎসব
এবার একটা বিজয় দিবস পালন হয়ে যাক
নিশ্চিত হবে নাকো কোনো গোলমাল
তা সে যতই হোক বঞ্চিত ও চাঁদ
কী অপূর্ব অটল অনড় সমুদ্রের ভরপুর ক্লাইম্যাক্স!
ভাবতে পারো কত কথা হারিয়েছে কথার ভেতর?
--------------------------------------------
১৯/৮/২৩-অবুঝ মন -