ভেঙে গেছে ঘর,গল্পটা শুনতে শুনতে যখনই ধেয়ে এলো ঝড়
নির্বাক হওয়া ছাড়া কাঙালের আর কী করার?
সরে যেতে যেতে নিষ্ঠুর নির্মম পাষাণের এ কেমন অসহ্য ভার?
তবু দেখি হাসছে স্মৃতি লেখা সৌধ ক্যাকটাস কাঁটালতা ঝাড়!
নড়বড়ে পিলারে ফাটলের দাগ ধরে এভাবেও এগোনো যায়!
হয়তো সবচেয়ে প্রিয় হলো বুকের প্রাসাদ সুন্দর ধূলিসাৎ,হয়তো--
এরপরে কার বা ইচ্ছে হবে জানালা খোলার?
বাঁধভাঙা উচ্ছ্বাসে পলিমাটি ধূলোবালি সত্যি কি হয়ে থাকে যথেষ্ট উর্বর?
প্রশ্ন একটাই দয়া নয় কার দায় এভাবে রক্ত বেচার?
তবু যদি বলতেই হয় বিলাসের নৌকায় ফিরে ফিরে চায়
পাথরের ঝোল টেনে অতীতটা সব মেনে যা কিছুই হোক না সবটুকু কর্মের দায়।
--------------------------------------------
২/৩/২৫-অবুঝ মন -