যে বা যারা আওয়াজ তোলে
শুধু নিতে এসেছে বলে
তাদের কাছে আরও জেনে নেওয়া দরকার
প্রচারক কী এমন সরলে করেছে সুবিচার?
ভর্তি তেল যার বা যাদের মাথায়
তারাও কী কম যায় মনে হয়?
এই যে পাহাড়ি ঢেউ,ওই যে সমতল
এ দুই তো একই পৃথিবীর-ই আকার
অথচ কী আশ্চর্য ভিন্ন ভিন্ন মতাদর্শের ব্যবহার!
জল গড়িয়ে পড়ছে বলে
খাদের চ্যুতি বিচ্যুতি হবে না এমন তো নয়
তাছাড়া যেখানে সীমাবদ্ধতার চূড়ান্ত সীমা হয়েছে পার
সেখানে উপচে পড়ার ভার
কাউকে না কাউকে নিতে তো হয়
কিন্তু এ শহর একটু,না  না সম্পূর্ণ আলাদা রকম
বোঝে না কোনটা প্রকৃত আর কোনটা সম্পৃক্ত ভাঁজ!
তবু চাই আজীবন সুস্থতা রেখে বজায়
যেখানেই থাক,প্রচারক খুশি থাক ভালো থাক
হোক যত আমাদের লিভারে কালো দাগ ক্যানসার
আসলে এ সমাজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আজ--
তোষামোদী তোয়াজ যে রক্তে মেশেনি কোনোদিন
তারা তো একটু না একটু থাকবেই পিছনে।
--------------------------------------
২৯/৩/২৪-অবুঝ মন -