যেটুকু ভাবনা--সেটুকু কর্ম না
ফলে যা হয় আর কী--
থোড় বড়ি খাড়া--খাড়া বড়ি থোড়
বুঝলেন না তো কেন এই হাল।
এখানেই শেষ হলে হতো তবু
তা নয়,এবং,বরং,কিন্তু,সুতরাং--
এতোটাই প্রবল--!হাঁফ ছেড়ে বাঁচা দায়।
এবার বলতে পারেন কেন এ পথ
আসলে কার না ভিতরে আছে মনোরথ?
দৈব পাকের কবলে পড়লে যা হয়
হোক যত ছায়া আলো রোদ সব ঘেঁটে 'ঘ'
আশ্চর্য এতোটা কী করে নির্লিপ্ত হওয়া যায়!
তবু বলতেই হয় থাক পাখি সুখে থাক।
--------------------------------------
১৬/১০/২৩-অবুঝ মন -