যদি জানতাম অভাব এতোটা প্রখর
তবে দিয়েই দিতাম আমার যা কিছু সম্বল
নিজেকে বিকিয়ে দেওয়ার চেয়ে এ পথ অনেকটা সহজ
সেখানে কী না হতে হলো সুনিপুণ গুপ্তঘাতক!
আসলে সবাই তো আর গোবিন্দ কিংবা মীরা নয়
তবু বলে যাই,যদি ভালো হয় হোক শকুনির চাল
জানি তো না উপরওয়ালার নজরে কী--কেমন-বিচার্য বিষয়
শুধু জানি এখানে কোন ছাড়ছোড় নেই
বলতে তো শুনি ভোগ কর যার যার কর্মের ফল
তাই "আমার মাতা নত করে দাও হে তোমার -----"
----------------------------------------
-১৯/১১/২৩-অবুঝ মন -