সেদিন যখন খবর এলো আর কোন কিছু কারও অজানা নয়
না কোন ভয় না কোন সংশয় হারায়নি এতোটুকু আশ্রয়
শুধু একটা প্রশ্ন মনে প্রশ্রয় পেয়ে জানতে চেয়েছিল তোমার কী অভিমত
ক্ষুধার রাজ্যে উঠলো জেগে হাঁকানো দরদাম প্যানডোরা বক্স পাইকারি কারবার!
অথচ জানলো না পোড়া ঘা জল্লাদকে ভয় পায় না কখনো
বুঝিনি সে প্রেমিক জন্ম এতোটা ঠুনকো এতোটাই সস্তার
তবু বলে যাই মাথা নিচু করা স্বল্পায়ু আয়ু স্বার্থক হোক মুখবন্ধ মাথার ঘামে।
------------------------------------------
৮/৩/২৪-অবুঝ মন -