মাইকেল(মধুসূদন)ভুলে-
কোন মন্ত্র বলে?
হাতে গড়া নির্মাণ--
দিতে হয় দূরে ঠেলে!
নিজ ভূমে ছাদ না পেলে
পরবাসে মুক্তি কি মেলে?
তবু জানতে চাইনে
শিরদাঁড়া সোজা রাখা
কতদূর সম্ভব--এই পাশা চালে!
খেয়া তরী বাইতে বাইতে--
কে চায় বলো সুগন্ধি ভুলে
একরাশ বোঝা ভার সইতে?
যাক সভ্য সমাজ তবু বলে যাই
"আমার এ ঘুম কেন ভাঙালে'
দর্পণ জেগে থাক-পুরনো দেওয়ালে।
--------------------------------------------
-১৩/৯/২৪-অবুঝ মন -