তোমার যা গেছে বা যাচ্ছে
তা তো মাপবার নয়
কিছু সময়ের দায়!
তাকিয়ে দেখুন আমার যা গেছে
তা তো আর ফিরবার নয়
প্রতিক্ষণে হারাবার ভয়!
তুমি শাকাহারী হতে পারো এটা ঠিকই
জানছো কি আমি কতটা রয়েছি যন্ত্রনায়?
অথচ শুনতে হচ্ছে আঁচড়ে কামড়ে ভেসে থাকা-
ভালো মানুষের এ কেমন ব্যবসার পরিচয়!
আসলে সাধ বেচে যদি ছন্দপতন আটকানো যেতো,
পৃথিবীতে এতো কালো ধোঁয়া,কালো ধোঁয়া--
চিৎকার শোনা যেতো কি আর?
দেখো পারো কিনা
যতো শিঘ্রই সুচারু রূপে এ রাস্তা এড়িয়ে যেতে?
তবু ভেবো না এ কোনো অনুরোধ আমার!
হতে ও তো পারি কখনো সখনো কারো জীবনে কাঁটাতার।
-------------------------------------
২৮/৩/২৪-অবুঝ মন -