এখন বাতাস এতোটাই ঠুনকো যে----
কিছু ছেড়ে দিলেই বেরিয়ে পড়ছে ধূসর খেয়াল!
তারা কামড়াতে না পারলে কী হবে
রেখে যেতে চায় গভীর ক্ষত বারুদের দাগ!
তবু এটুকু জানি আতব চালের একটুও ছিলো না অভাব
থাক বাবা নীরবতা মোড়া তথাকথিত যথা সম্বল
জেগে উঠুক তপবনের অনির্বচনীয় সত্যের উজ্জ্বল জ্যোতিপ্রভা।
--------------------------------------------
১৯/৫/২৩-অবুঝ মন -