ভেবে ছিলাম অনেক তো হলো
এবার বোধহয় কথার কুহক এতোটা ছড়াবে না দূর
কিন্তু ভাবার সাথে কী যায় আসে
জীবনের কয়েকটা ঘন্টা কিংবা নিদেন পক্ষে কিছুটা সময়
তাকলা মাকানের মরুযাত্রীর সামান্য জলের খোঁজ কেও মানাতে পারে হার তখন কে জানতো!
এছাড়াও ধরা যেতে পারে  দুঃসাহসীরা জয়ী হতে পারে এ বিষয় মানতে নারাজ
তবু এখানে শেষ কী না কে জানে?
জানা কথা তোষামোদী গন্ধবাহার আর পাথুরে দেয়াল ভীষনই জমাট।
-------------------------------------------
-২/৯/২৩-অবুঝ মন-