মিলেমিশে সবাই যখন এমনি করে রবে
ভাঙ্গন রোদের এমন উপায় কোথায় খুঁজে পাবে?
এ শহরের এমন রূপে মুগ্ধ যে না হয়
বলতে পারো জমছে ধুলো ময়লা মনের গায়
পাহাড় চূড়ার ঝলমলে রোদ বলুন কে না চায়?
এমন ফাগুন রঙিন নেশা মন মাতিয়ে যায়
আয়রে সবাই আয়,আর কিছু না চাই
ইচ্ছে খুশির খুসবু দোলায় যাই হারিয়ে যাই
"খেলবো খুলি রঙ দেবো না" তা কখনো হয়?
ডাকছে পলাশ জাগছে শিমুল এই তো সুসময়।
স্বপ্ন ছোঁয়া অনুভবের হিসাব নিকাশ থাক
এখানে থেকে যাই ফিরে যাই একটু গভীর বাঁক
আমার শফর ঘিরে যারা বলছে কী বা হবে!
না পাওয়ারও মাঝে দেখো চাঁদকে খুঁজে পাবে
যে আলোতে সূর্য না থাক ঠকবে না যে কেউ
আবার উঠলেও উঠতে পারে সাগর সমান ঢেউ
স্মরণচিহ্নে থাকতে পারে একটু অভিমানী
মেঘলা আকাশ হলেও পরে বৃষ্টি হতে জানি।
-----------------------------------------
২২/৩/২৩-অবুঝ মন -