খুনের চিহ্ন ধরে করো যদি খেলা
তবে হেলায় তলিয়ে যেতে দোষের কোথায়?
তুমি সমুদ্র হলে মাঝিও জানে কাটতে সাঁতার।
যে মোচড় সাইক্লোন টেনে আনে বারবার
তার জন্য তো এতো বহর,নির্মাণ আয়লার সেন্টার
সুতরাং জমতে দিতেই পারো নীরব আর্তনাদের দগদগে দাগ।
কে বলতে পারে এ পথে একদিন এক আকাশ অরণ্য জোছনার হবে না আবির্ভাব?
---------------------------------------------
১৯/৮/২৩-অবুঝ মন -