সমাধান থাকলে মেনে নিতে দোষ নেই
তাই বলে বেগতিক অসাম্যে সাম্যের অধিকার--!
মুখবুজে চুপচাপ মেনে নেওয়া যায় কি?
জেনে রেখো পাথর ও ক্ষয় হয় নির্মম পেষণে
সুতরাং সব ছাড়ো হয় না--
এটুকুই মানলে আগামীর পৃথিবী ফুরফুরে শান্ত।
দয়া নয়,আলো ঘোর দুই চোখ হয় যেনো মসৃণ
নিত্য অনিয়ম করলে কালো তিল উপচায় চারিদিক।
--------------------------------------------
-২/৭/২৪-অবুঝ মন -