যেখানে বললে কথা
বাড়ায় মনের ব্যাথা
সেখানে নীরব থাকা হয়তো শ্রেয়।

যেখানে আগামীর গান
সেখানে যায় যাক প্রাণ
লালন পালন অধিকতর।

এবার বিচার ধারা
কোনটা গোলাপ চারা
জানা প্রয়োজন।

হোক যত ধূসর জগত
ইচ্ছে বসত ঘিরে
নয় কোন ত্রুটি আয়োজন।

তুমি কি ভাবছো বসে
কেমনে পড়ছে খসে
অবুঝ তনয়?

হয়তো মারছে উঁকি
ভোরের সূর্য মুখি
নবীন বরণের উজ্বল বর্ণে।

সুতরাং খালি জমি
বুকের আশপাশ
ছাড়ো সব রাহু কেতু গ্ৰাস।
---------------------------------
-২৬/৬/২৪-অবুঝ মন -