বক টুই,হাঁসখালি---দিকে দিকে এত ছবি!
পেন আছে খাতা নেই
খাতা আছে তো পেন নেই
এমন তো নয়
তবু নীরব কেন কবি?
পদতল এতো প্রিয়!
কাটাতেই হবে এভাবে বারোমাস?
আর কতদিন চলবে
রাজনীতি কারবারির জমিদারি দখল প্রথা--
খেলবে এ সব তাস ?
এই যদি হয় এ কালের হাল
কবিতা কোন দিকে--
বুঝে নিতে খুব কি অসুবিধা আর?
সুতরাং যেটুকু হওয়ার জেগে জেগে দেখি সব্বাই
সহস্র উপেন থাক,মরে মরে বেঁচে থাক!
-------------------------------------------- -৩০/৪/২৩-অবুঝ মন -