শুধু এইটুকু তো চাওয়া
--------------------------------------
আমি কাটবো সাঁতার বাইবো তরী ঝড় বৃষ্টি রাতে
তুমি হাত দুটোকে মুঠোয় পুরে সঙ্গে থেকো সাথে।

হয়তো কিছু নাগ নাগিনী করবে পিছু ধাওয়া
তাদের কেও শান্ত রাখা আমার পরম পাওয়া।

কথা দিলে রাখতে জানি এটাই আমার সুখ
এই পথে তেই ঘুচুক কারো যন্ত্রণা আর দুখ।

নাই বা পেলাম বিলাসব্যাসন নাই বা কিছু চাওয়া
তোমার হৃদয় জুড়ে থাকুক আমার এ গান গাওয়া।

এবার তুমি ভাবতে পারো মনের আলো জ্বেলে
আকুল প্রাণে বলবে কি আর ফকির কোথায় ছিলে?
--------------------------------------

এই তো সময়
----------------------------
যে তুফান শুষে নেয় শরীরের ঘামে ভেজা ফল
সে তুফান বলো কে চায়?
তবু দেখি কতশত কাঁধে নেয় ঝলসানো দায়!
মন বলে সত্যি কি কিছু নেই আর?
কেন বা ওরা আজ ফোটাতে চায় রক্ত কমল?

যতোই হও না কেনো দানবের বেশে শোষনের কারিগর
পূর্ণিমার চাঁদকে অন্ধকারে কখনো ডোবানো কী যায়?
সেও তো ফুল ভেবে কাঁটাও গিলে খেয়ে নেয়
শুধু ও শহর জানলো না
ভর্তুকি দেওয়া যেমন,নেওয়াও আরো গুরুতর অপরাধ।
----------------------------------
-১৬/৪/২৬-অবুঝ মন -