যা নেই
তাই নিয়ে ভাবনা
কতটা সঠিক?
যা আছে
তাই বা--
কতটা ভরসার স্থল?
কেউ কী বলতে পারে
এই ঘর এই দোর
আর কারও নয়?
অথচ লিপ্সায় মেতেছে জগত
কেন যে ভুলে গেছি আমরা--
ভার হীন হলে কত মুক্ত!
শুধু জানি
এ পৃথিবীতে যতক্ষণ
ততক্ষণ অস্তিত্ব সম্বল।
------------------------------------
২৯/৬/২৪-অবুঝ মন -