পর্যবেক্ষক জানে কিভাবে কাছে টেনে নিতে হয়
এই যে ছায়াতরু,এ এক নিশ্চিন্ত আশ্রয়
কর্মগুণ আর নামের মহিমায় এ দিগন্ত ভাস্বর।
ওহে বন্ধুবর তোমার পিছে আছে ঘনশ্যাম
শুধু চেয়ে চেয়ে দেখলাম--
অসামান্য আহ্বান কতটা গভীর জীবনের দৈর্ঘ প্রস্থ জুড়ে!
দিনে দিনে এ বাঁধন শৈলী আরও উন্নত হোক
কে বলে কারুশিল্পী যতোই হোক গুণবান ইতিবাচক হতে শেখেনি এখনো?
কে বা ঠেকাবে এ আলোর সুগভীর স্রোত?
-----------------------------------------
১৮/৪/২৩-অবুঝ মন -