শুধু এটুকুই চাইছি
-----------------------------
হয়তো দেখবো সামনে
রাঙা জল বুক ভরা নদী যার এতোদিন বহমান
বইতে কি চাইবে মুক্ত আভাসে?
হয়তো এড়ানোর চেষ্টায় আড়ালের পথটাই বাছবে
হয়তো ---
যদি মুখোমুখি পড়ে যাই
কী খবর এখানে!কী চাই--বলবে কী কে জানে?
ঝিম রোদ জড়ায়ে
হয়তো সরে যাবে কাছেপিঠে কোন এক ঝুপসির কোণে তে
হয়তো --

যাই হোক সুমধুর সময়ের গল্প মসৃণ মনেতে আমি ধরে রাখবো
হয়তো ঠেলে দেবে ঘৃনা ভরা দূর্গম গিরি তে
হয়তো ---
তবু যেন কুয়াশার পথ না খুঁজে পাই।
--------------------------
ভেবো না
--------------------------
বদলের ইতিহাস নতুন নয়
ভালো না লাগলে যেতে হয়
বহমান জনতার এই রায়।

খেদানোর প্রয়োজন আছে কি?
তুমি কেন ভাবছো দায় হীন?
মিথ্যা অভিযোগ নয় তো?

মাথাটা তুলতেই বেরঙিন
এতোদিন যা কিছু মিথ্যে?
এসেছে ভাববার সময় আজ!

শেষ নয় সরলের চলাচল
হোক যতো পর্বের রিহার্সাল
ভেবো না হজমের শেষ ঘর বন্ধ।
-----------------------------
-১৭/৪/২৪-অবুঝ মন -