এই যে এতো দিকে দিকে আগুন খিদের দাবানল ঝড়
বুড়োর টুনটুনি পাখিটাও জেগে উঠে করে চিৎকার!
অথচ তুমি বুঝলে না এ কেমন কৌশল?
এস্থলে আছে আজও--ভুরি ভুরি দন্ডের মান
হয় কোষাঘাত নয় প্রতিবাদটুকু চাইই--চাই
একবার ঘেঁটে দেখো ফেলে আসা ইতিহাস।

মৌনতা বোঝে কী--
যতখুশি সুড়সুড়ি দিয়ে যাও--দিয়ে যাও!
বলতে পারো এ ভাবে কে ঠেকাবে মোমের গলন-- ঢলে পড়া নির্যাস?
ভেবেছো কি কখনো সামান্য ফোঁস শুনে কতশত লাফিয়ে পালায়?
এরপরে আর কী বলার থাকতে পারে
শুধু একবার বেরিয়ে আসো সহজাত প্রবৃত্তি ছেড়ে।

ঠিক, ঠিক, ঠিকই বুঝে যাবে
দশভূজা দুর্গার কাছে দানবেরা আজও কত অসহায়।
-------------------------------------------
২৩/৫/২৩-অবুঝ মন-