কে চায় বলো অধীনতা মানতে?
তবু দেখি হাসতে হাসতে ভাসতে চাইছে ভরসার স্থল
এই যদি হয়ে থাকে আস্থা কুড়োনোর নতুন এক কৌশল!
তবে দেখতে তো হয় আগামীর রঙ খাঁটি না কী জল?
আসলে যা কিছু যা হয় কিছুতেই মেলে না হিসাব!
যদি আসে কখনো মোহভঙ্গের এই দুঃসহ ভার
সেটুকু তো সইবার আছে অধিকার
না কোনো জোর খোলা থাক দোর,অপেক্ষা ভোরের আলো ফুটবার।
-------------------------------------------
-১৪/৯/২৪-অবুঝ মন -