আজ আকাশটা একটু না হয় মেঘলা থাক
তবু বলবো হোক শুভ ছাই
যাক মুছে যাক সকল আঁধার সকল অপবাদ।

প্রত্যাশাটা থাক বেঁচে থাক নতুন কিছুর টানে
জীবন তো চলবে খুঁজে
আশায় আশায় গানে গানে নতুন কিছু মানে।

যা কিছু যা শোক দূর্বলতার অকাল বোধন হোক
আসুক নেমে শান্ত শীতল ছায়া
থাক বেঁচে পরম আদর নরম তুলোর মায়া।

হয়তো কিছু থাকবে বেঁচে ঘূর্ণি বায়ু পাহাড় প্রমান ঢেউ
হয়তো বা আসতে পারে মারন কামড়,বিষাক্ত ঘেউ ঘেউ
মনে করো জুড়লো এসে নতুন কিছু ফেউ।

জীবনের এই উপত্যকায় ভিক্ষা কিছু নাই
লড়াই টা জারি রেখে  জানিয়ে যেতে চাই
নতুন বছর নতুন ঘোর আসুক ছুটে আলোর ভোর--
-------------------------------------------
2024 -Happy new year -অবুঝ মন-